আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। "স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ"। প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে জাতীয় যুব দিবসের র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা পরিষদ মিলনায়তনে রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মধুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা শিক্ষা অফিসার অজিত কুমার নন্দী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ।