হাফিজুর রহমান : জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র ছোট ভাই ভাইয়ের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৬টার সময় কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে। উক্ত ঘটনায় বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত অধীর সরকারের পুত্র প্রভাষ সরকার বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের সূত্র থেকে জানা যায়, প্রভাষ সরকারের সঙ্গে তার ছোট ভাই বিধান সরকারের র্দীঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে এর আগেও থানায় একাধিকবার অভিযোগ পাল্টা অভিযোগ করেও কোন সূরাহ না হওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে সোমবার গভীর রাতে বিধান সরকার তার পুত্র অরুপ সরকার, স্ত্রী ঝরনা সরকার বড় ভাই প্রভাষ সরকারের পুকুরে বিষ প্রয়োগ করলে বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০ হাজার টাকার মাছ মরে ভেসে উঠে।
এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিকদের জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার ছোট ভাই তার স্ত্রী এবং ভাইপো অরুপ সরকার প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল।
তবে এ বিষয়ে অভিযুক্ত ছোট ভাই বিধান চন্দ্র বলেন, জমি-জমা নিয়ে বিরোধ থাকলেও আমরা তার পুকুরে বিষ দেইনি। আমাদেরকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে তারা নিজেরাই পুকুরে বিষ দিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘটন করা সম্ভব হবে।