হাফিজুর রহমান : পূর্ব বিরোধীয় জমি সন্ত্রাসী কায়দায় দখল নিতে বাধা দেওয়ায় লাঠিয়াল বাহিনীর বেধড়ক পিটুনি ও কুপিয়ে ৮০ উর্দ্ধ এক বৃদ্ধ ও তার পুত্রবধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১ মে) সকাল সাড়ে ৭টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দড়িসৈয়দ আলীপুর (চুনাখালী) গ্রামে। সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত উপজেলার দড়িসৈয়দ আলীপুর (চুনাখালী) গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র আব্দুল বারী (৮২) এবং তার পুত্রবধু ফরিদা খাতুন (৩০) কে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্ধার করে ভর্তি করা হয়েছে। এব্যাপারে হাসপাতালে আহত আব্দুল বারী বাদী হয়ে তার পুত্র শহিদুল ইসলামের মাধ্যমে ১০জন কে আসামী করে শনিবার থানায় একটি এজাহার দায়ের করেছে। থানা সূত্রে এবং দড়িসৈয়দ আলীপুর গ্রামের আব্দুল বারীর সঙ্গে একই গ্রামের আব্দুল গফুরের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার সময় আব্দুল বারী বিরোধীয় জমিতে কাজ করতে থাকা অবস্থায় পূর্বপরিকল্পিত ভাবে কালিগঞ্জ থানার দড়িসৈয়দ আলীপুর গ্রামের আব্দুল গফুরের নেতৃত্বে তার পুত্র মাহাবুব রশিদ ওরফে মুকুল (৫২), আওছাফুর রহমান ওরফে কল্লোল (৫০), মামুনুর রশিদ ওরফে হিল্লোল (৪৫), আড়ংগাছা গ্রামের শামছুদ্দীনের পুত্র এখতিয়ার আহম্মেদ, পিয়ার আলীর পুত্র ইমাম তরফদার (৪০), হোসেন আলী তরফদার (৪২), চকরাম গোবিন্দপুর গ্রামের হরিপদ গাইনের পুত্র সৌরভ গাইন (৩৫), শ্যামনগর থানার চিংড়ীখালী গ্রামের মৃত গহর আলীর পুত্র আশরাফুজ্জামান ওরফে খোকন (৪০) সহ ৭/৮ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী হাতে দা, লাঠি, শাবল নিয়ে অবৈধ ভাবে জমিতে প্রবেশ করিয়া বাড়ী ঘর ভাংচুর, মারপিট এবং এলোপাতাড়ী কুপিয়ে জখম করে। ঐ সময় খবর পেয়ে গ্রামবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ, এক বৃদ্ধ ও গৃহবধুকে কুপিয়ে জখম
পূর্ববর্তী পোস্ট