হাবিবুল্লাহ বাহার:- কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামে। এঘটনায় ভুক্তভোগী কাশিশ্বরপুর গ্রামের মৃত আলীজান মুন্সির ছেলে আব্দুল হামিদ গাজী (৫৫) থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একই গ্রামের মোহাম্মদ ইউনুছ গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩০), তার সহোদর রফিকুল ইসলাম (৪৫), মোহাম্মদ আব্দুল্ল্যাহ (৪০) একই গ্রামের মৃত আমিনউদ্দিন গাজীর ছেলে ইউনুছ গাজী (৬৮) এর সাথে ভুক্তভোগী আব্দুল হামিদ গাজীর জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো।
এরই সূত্রধরে রবিবার দিবাগত রাতে শহিদুল গং পরিকল্পিতভাবে বে- আইনি জনতাদলবদ্ধে অনধিকারভাবে হামিদ গাজীর বসতবাড়িতে প্রবেশ করে তার আধাপাকা বসতঘর, কাঁচা রান্নাঘর, বাড়ির ধান-চাল রাখার ঘর, হাস মুরগির ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় ভুক্তভোগীদের ঘুম ভেঙে যায়। ওই সময়ে তারা আগুন আগুন করে চিৎকার করতে থাকলে শহিদুল গং দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সোমবার বেলা ২ টার দিকে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী আব্দুল মালেক গাজী (৮৩), তার স্ত্রী নুর জাহান (৭০), শহিদুল ইসলাম (২২) জানান, আগুনে তাদের বসতঘর, রান্নাঘর, ফসল রাখার ঘর, হাস-মুরগি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার বেশি ক্ষতিসাধন হয়েছে। এছাড়া আগুনে পুড়ে ১০/১২ টি হাঁস-মুরগির মৃত্যু হয়েছে। যেটি খুবি দু:খজনক বলে জানান তারা।
এসব বিষয়ে জানতে অভিযুক্ত শহিদুল ইসলামের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।