
নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ: জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বিপ্লব সরকার (২২) নামে এক যুবককে রড-হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ের থালনা নামক স্থানে এঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত্বর আহত বিল্পব সরকারকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে আশংঙ্কা জনক অবস্থায় ভর্তি করে। বিপ্লব সরকার চাম্পাফুল ইউনিয়নের থালনা গ্রামের বিকাশ চন্দ্র সরকারের পুত্র। এঘটনায় কলিগঞ্জ থানায় এজাহার দাখিল করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, বিপ্লব সরকার ও সঞ্জয় সরকার নিজেদের দখলীয় জমিতে পাঁকাঘর নির্মাণ করার সময় পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী কায়দার একই এলাকার মৃত অনিল সরকারের ৩ ছেলে আশুতোষ সরকার, অমল সরকার, শ্যামল সরকার ও আশুতোষ সরকারের স্ত্রী শেফালী সরকার ধারালো দা, সাবল, লোহার রড-হাতুড়ি ও বাঁশের লাঠি সহ অতর্কিত আক্রমণ শুরু করে। তারা এলোপাতাড়ী ভাবে আঘাত করে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে যায়। ঐ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে কালিগঞ্জ হাসপাতালে আশংঙ্কা জনক অবস্থায় ভর্তি করে।