
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: আদালত ও থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জোরপ‚র্বক জমি দখল করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ ৬ জন আহত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামে শনিবার ( ১৬ এপ্রিল) ভোর ৫ টার সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষ আহত ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে গণেশ মল্লিক ও পলাশের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহতরা হলো উপজেলার বেড়াখালি গ্রামের সুধন্য মল্লিকের পুত্র গণেশ মল্লিক (৫৫) তার ভাই রতন মল্লিক(৬০) গণেশ মল্লিকের পুত্র তাপস মল্লিক (২৮) রতন মল্লিক এর পুত্র পলাশ মল্লিক (৩০) রতনের স্ত্রী কৃষ্ণ মল্লিক (৫০) এবং প্রতিপক্ষের মৃত বসন্ত বসন্ত সরকারের পুত্র পরিতোষ সরকার (৫৫) এরমধ্যে গণেশ মল্লিক এবং পলাশকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
বেড়াখালি গ্রামের ভ‚পেন, সুধান্য শ্রীকান্ত গোপাল সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় উপজেলার বেড়াখালী গ্রামের সুধান্য মল্লিক গং এর সঙ্গে একই গ্রামের আপন ভাই রমেশ সরকারের সঙ্গে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে গোলযোগ চলে আসছে। উক্ত বিষয় নিয়ে সুধান্য মল্লিক গত ১২এপ্রিল সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ৬২২/২২ নং এ ১৪৫ ধারা একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন উভয় পক্ষকে নোটিশ জারি করেন। আদালতের নির্দেশ ও পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শনিবার ভোর আনুমানিক ৫টার সময় পরিতোষ সরকারের নেতৃত্বে চিন্ময় সরকার (৩৬) রমেশ সরকার (৬৫) অজিত সরকার (৩৫)পবন সরকার (৩২)আকবর আলী (৫৭)আব্দুল খালেক( ৪০)এবং মিজানুর রহমানের (৪৫)নেতৃত্বে ৫/৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অবৈধ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় উভয় পক্ষের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করেনি।