হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ-কালিগঞ্জ উপজেলায় জনকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও করোনাভাইরাস সচেতন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। (২৪ জুলাই) শনিবার কালীগঞ্জ উপজেলার ০৫ নং কুশুলিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের পূর্ব বাজারগ্রাম ফুরকানিয়া মাদ্রাসা সংলগ্ন সকাল ১০ টা হইতে বিকাল ০৪ টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক জনাব মোঃ সেলিম হোসেন, উপদেষ্টা জনাব মোঃ আল-আমিন হোসেন ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বাবু,প্রচার সম্পাদক মোঃ জালাল হোসেন ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মারুফ হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব কাজী রাফাদ , ক্রীড়া সম্পাদক জনাব কাইয়ুম রহমান, প্রমুখ।এ সময় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মারুফ হাসান জানান, আমাদের কার্যক্রম অসহায়, হতদরিদ্র, নিষ্পেষিত, মেধাবী, দুর্যোগকালীন মানুষের সেবায় নিয়োজিত। আমাদের প্রতিষ্ঠান মূলমন্ত্র হলো অসহায় মানুষের পাশে আমরা.. এই প্রতিপাদ্যে আমরা আজকের এই কার্যক্রম পরিচালনা করেছি। আগামী দিনগুলোতে সকলকে সাথে নিয়ে আমাদের এ কার্যক্রম চালিয়ে যেতে চাই।।