
নিজস্ব প্রতিবেদক কালিগঞ্জঃ– কালিগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের মহেষকুড় গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম রফু জানান, উপজেলার রতনপুর ইউনিয়নের মহেষকুড় গ্রামের শুকুর আলীর ছোট ছেলে শেখ তাজিময়ের (২৪) দায়ের কোপে তার আপন বড় ভাই শেখ
আজিমের (৩৫) বুকের ৪ টি পাঁজর কেটে গেছে। এছাড়া মাথায় ১৫ টি সেলাই দিতে হয়েছে। হাতের চারটি আঙ্গুল কেটে গেছে।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আজিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
আহত আজিমের স্ত্রী জানান, তাদের বাড়ির ছাদের উপর থেকে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সোলারের প্লেট চুরি হয়ে যায়। চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে তাজিম তার স্বামী আজিমকে ধারালো দা নিয়ে ধাওয়া করে। এসময় তার স্বামী পালানোর চেষ্টা করলে তাজিম মহেষকুড় বাইতুল নুর জামে মসজিদের সামনে ফেলে তার স্বামীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাজিমের দায়ের কোপে আমার স্বামীর বুকের পাঁজরের হাড় কেটে গেছে।মাথায় গুরুতর জখম হয়েছে। এছাড়া ডান হাতের চারটি আঙ্গুল কেটে গেছে। আমার স্বামীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে।
পরবর্তীতে মুমুর্ষ অবস্থায় তাকে
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করে।
সাতক্ষীরার হাসপাতাল থেকে আমার স্বামীকে সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।বর্তমানে আমার স্বামী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে
অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।