
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের নামে কুটুক্তি করায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাঈদ মেহেদীর বিরুদ্ধে কালিগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার সময় এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কলেজ ক্যাম্পাস থেকে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব শাহারিয়ার রিপন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন, ছাত্রনেতা রাকিব ইয়াছির রাসেল, রবিউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান খান, ছাত্রনেতা ওমর ফারুক সোহাগ, পলাশ হোসেন, ফয়সাল আহমেদ, ফিরোজ হোসেন, নাহিদ হাসান, আবুল হোসেন, আমিনুর রহমান, আল- আমিনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। ছাত্রলীগ মানে একটি অনুভূতির নাম। অথচ সেই ছাত্রলীগকে পিটিয়ে বিন্দাবন পাঠিয়ে দেবে এমন উক্তি একজন আওয়ামীলীগ নেতা হয়ে তার মুখে শোভা পায়না। এরপরও গত রবিবার রাত আনুমানিক ৮টার সময় বাজারগ্রাম কাশেমপুর নামক স্থানে একটি পানির কল উদ্ধোধনি অনুষ্ঠানে সহিংস মামলার আসামী কালিগঞ্জ থানা বি, এন,পির সহ-সভাপতি এবাদুল ইসলাম সহ জামায়াত নেতাদের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী তার বক্তব্যে ছাত্রলীগকে মেরে বিন্দাবনে পাঠিয়ে দেওয়ার কথা বলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে বি, এন,পি জামায়াতের নেতা বনে ভোটে জয়লাভ করে ভূল স্বীকারের মাধ্যমে প্রধানমন্ত্রী ক্ষমা করায় তার দৌরাত্ব বেড়েই চলেছে। গত কিছুদিন আগে যমুনা খাল খনন ও উচ্ছেদের নামে রহিমা খাতুন নামক এক ভূমিহীনকে পিটানোর ঘটনায় কালিগঞ্জের শিরোনাম হয়ে উঠে। এ ব্যাপারে ভূমিহীনরা উপজেলা জুড়ে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা চেয়ারম্যান ও তার ক্যাডার বাহিনীর নামে থানায় এজাহার দিলে উপজেলা প্রশাসন ভূমিহীনদের ম্যানেজ করে এ যাত্রায় রেহায় দেয়। বি, এনপি নেতা এবাদুল ইসলামের পুত্র নাসির উদ্দিন লন্ডনে তারেক জিয়ার একজন ঘনিষ্ট সহচর হিসাবে র্দীঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট দিয়ে কালিগঞ্জের আলোচনায় শির্ষে অবস্থান করছে। এছাড়াও একাধিক সহিংস মামলার আসামী বি, এন, পি জামায়াত নেতাদের কাছে রেখে শেল্টার দাতা হিসাবে রক্ষা করে চলেছেন। এর মধ্যে কেউ আবার সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে তার পক্ষে বিকৃত সংবাদ পরিবেশন করার কাজে নিয়োগ দিয়েছেন। বিষয়টি নিয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ আওয়ামীলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সাঈদ মেহেদীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানিয়েছে অন্যথায় পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এ প্রসঙ্গে ঘটনার সত্যতা জানার জন্য মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে উপজেলা চেয়ারম্যানের ব্যবহৃত ০১৭১১-২৫১১১১ নম্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।