আব্দুর রহিম, কালিগঞ্জ: ‘বেঁচে থাকার অধিকার, জলবায়ুর সুবিচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় জনকল্যাণ সংস্থার আয়োজনে উপজেলার ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় জনকল্যান সংস্থার প্রধান সমন্বয়ক মারুফ হাসান এর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ফিফা রেফারি ও জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, জনকল্যান সংস্থার নির্বাহী পরিচালক সাহিদা পারভিন প্রমুখ। এসময় যুবকরা সরকারী পর্যায়ের বিনিয়োগকারী ব্যাংকগুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানীর পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার আহবান জানান।