
নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ: কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে নারী উন্নয়ন সংগঠন বিন্দুর আয়োজনে এবং একশান এইড বাংলাদেশ, গ্রিন ডিল বিডি’র সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ শতাধিক নারী এই স্ট্রাইক এ অংশগ্রহণ করেন।এসময় তারা বলেন, নতুন বছরের শুরুটা হয় ভয়াবহ স্বাস্থ্যঝুকি,অর্থনৈতিক সংকট, আর্থ-সামাজিক জটিলতার মধ্যে দিয়ে। যার কারণে জলবায়ু কর্মীরা এ বছর ১৩ জানুয়ারিতে ঘোষণা করেন ১৯ মার্চ সারাপৃথিবী জুড়ে বৈশি^ক জলবায়ু ধর্মঘট যার মুল নেতৃত্ব দেন ফ্রাইডেস ফর ফিউচার । চলমান জলবায়ু সংকটে বিশ^ নেতাদের কাছে অবিলম্বে, বাস্তব,কাঙ্খিত কার্যক্রম হাতে নেওয়ার জন্য। তারা আরও বলেন, প্যারিস চুক্তি স্বাক্ষর এর পাঁচ বছর এবং আইপিসিসির উদ্বেগজনক রির্পোটের ৩ বছর পর বিশ^জুড়ে সকল দেশ নেট-শূন্য নির্গমনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কিন্তু আদেও তারা তেমন কোন পদক্ষেপ নেয়নি। এই সকল মিথ্যা প্রতিশ্রুতি আমাদের জন্য ভয়াবহ। তাই আর কোন মিথ্যা প্রতিশ্রুতি নয়। অবিলম্বে, বাস্তব,কাঙ্খিত কার্যক্রম হাতে নেওয়ার জন্য পুরো পৃথিবী জুড়ে যুবরা আজ রাস্তায় নেমেছে।