
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি:- বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত বিভিন্ন মামলার ১০ জন পলাতক আসামীকে গেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। থানার উপ-পরিদর্শক সালাউদ্দীন, অনুপ সরকার, সহকারী উপ-পরিদর্শক লিটন, কামাল, রাসেল বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গেপ্তারকৃরা জি, আর-৬ এবং সি, আর ৪টি মামলায় আদালতের পরোয়ানা ভুক্ত আসামী ছিল। পুলিশের হাতে গেপ্তারকৃতরা হলো উপজেলার শিতলপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র সোহাগ(২৫), পূর্ব নলতা গ্রামের দ্বীন আলী কারিকরের পুত্র শরিফুল ইসলাম ওরফে সুমন কারিকর (৩০), একই গ্রামের আবেদ আলী সরদারের পুত্র নুর ইসলাম(৩৮), ধলবাড়ীয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র জহির সরদার (৫০), তার পুত্র মাসুম বিল্লাহ (২২) এবং একই গ্রামের ছামছুর রহমান গাজীর পুত্র শফিকুল (২৯), সেহারা গ্রামের নিয়ামত আলীর পুত্র নিজামদ্দীন (৩৩), কালিকাপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র মিজানুর রহমান (২৯), রখুনাথপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র আলমগীর গাজী (২৬), মানপুর গ্রামের ছুরাত আলী সরদার মহসিন সরদার (২৫)। গেপ্তারকৃতদের শুক্রবার সকালে প্রিজন ভ্যানযোগে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।