
হাফিজুর রহমান, কালিগঞ্জ ব্যুরো: স্বামীকে মামলা থেকে জামিন করানোর কথা বলে এক গৃহবধুর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষন প্রচেষ্টার অভিযোগে একাধিক সহিংসতার মামলার আসামী জামায়াত নেতা রওশান আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী গৃহবধূ। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। থানায় মামলা ও ভুক্তভোগী গৃহবধূ, তার শ্বশুর জমাত আলী, প্রতিবেশী মমতাজ বেগম, আব্দুল গফ্ফার সহ একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান, উপজেলার বানিয়াপাড়া গ্রামের জমাত আলী গাজীর পুত্র কেরামত আলী একটি মামলায় পলাতক থাকার সুযোগে কৃষ্ণনগর গ্রামের মৃত জিয়াদ আলী কাগুচীর পুত্র লম্পট জামায়াত নেতা দালাল কে.এম রওশন আলী কেরামত আলীর স্ত্রীকে প্রতিনিয়ত কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিলো। স্বামী বাড়ীতে না থাকার সুযোগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার সময় কে.এম রওশান আলী স্বামীকে জামিন করানোর কথা বলে গৃহবধূর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ঐসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রওশন আলীকে রাতের অন্ধকারে গণপিটুনি শুরু করলে ভো-দৌড় দিয়ে পালিয়ে রক্ষা পায়। রওশন আলী এর আগে ২০১১ সালে বানিয়াপাড়া গ্রামের জনৈক গফ্ফার নামে এক ব্যক্তির স্ত্রীকে ফুসলিয়ে ৭ দিন নিরুদ্দেশ হয়ে যায়। পরে তৎকালীন স্থানীয় কালাম মেম্বর ও বর্তমান ইউপি সদস্য জোবেদ আলীর সহায়তায় শালিষের মাধ্যমে সে যাত্রায় জরিমানা দিয়ে রেহায় পায়। এছাড়াও স্থানীয় বানিয়াপাড়া বায়তুল আকসা জামে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে ঘটনার সত্যতা জানার জন্য সদ্য বদলি হওয়া কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না হওয়ায় কথা বলা সম্ভব হয়নি।