হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জঃ- কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের নিয়ে শিরিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় ২ জন নারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের কাজী মনিরুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৩৬), ও একই এলাকার কাজী মহিউদ্দিনের স্ত্রী রওশানারা বেগম (৪৫)। সোমবার (১৭-মে) বেলা ১২ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ প্রসঙ্গে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এ প্রতিনিধিকে জানান, এ হত্যা মামলায় নিহতের
বড় ছেলে কাজী শিমুল হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক মিলন বিশ্বাস অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি রওশানারা বেগম ও তাসলিমা খাতুনকে আটক করেন।
প্রসঙ্গত: কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে শিরিনা বেগম (৪৫) নামে এক মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধু উপজেলার কুশুলিয়া গ্রামের (কাজী পাড়া) এলাকার কাজী সাদিকুল ইসলামের স্ত্রী। প্রত্যাদর্শী সূত্রে জানাগেছে, ৫ শতক জমি র্দীঘদিন যাবৎ একই এলাকার মৃত আব্দুর ওয়াদুদ কাজীর ছেলে এতিম আলী, লালন কাজী, আব্দুস সালাম, মনিরুল ইসলাম সাথে বিরোধ চলছিল। এ বিরোধ কেন্দ্র করে গত (১২-মে) বুধবার রাত সাড়ে ১১ টার দিকে কথা দু-পরিবারের কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের পরিবারের সদস্যদের উপর বাঁশের লাঠি-সোঠা এবং লোহার রড দিয়ে এতিম আলী, লালন কাজী, আব্দুস সালামসহ ৫/৬ জন তাড়িয়ে রাস্তার উপর ফেলে শিরিনা বেগমসহ পরিবারের সদস্যদরে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঐ সময় দ্রুত থানা পুলিশ অবহিত করলে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সিহার উদ্দীন ঘটনাস্তলে যেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সে উন্নত চিকিৎসার হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখান ফেরার পথিমধ্যে শিরিনা খাতুন মারা যায়। নিহত ঐ গৃহবধুর লাশ রাতে বাড়ী নিয়ে আসলে। থানা হতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ-পরিদর্শক মিলন কুমার, সিহাব উদ্দীন ঘটনাস্থরে উপস্থিত হয়ে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সাড়ে ১০ টার দিকে লাশ নিয়ে আসেন।