কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার গোলখালি শ্মশানের পাশে একটি গাছে বাজারের ব্যাগে ঝুলিয়ে রাখা নবজাতককে দত্তক নিতে গত সোমবার থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২৯ জন আবেদন করেছেন। কে হবেন ওই দত্তক দম্পত্তি তা নিয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাঁচ সদস্যের শিশু কল্যাণ বোর্ড পর্যালোচনা সাপেক্ষে পাঁচ জনের তালিকা প্রস্তুত করে এ দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা সদর সহকারি জজ আদালতে (শিশু আদালত) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার কাঁকশিয়ালী নদীর তীরে গোলখালি শ্মশানের পার্শ্ববর্তী একটি গাছে ঝালানো বাজার করার ব্যাগ থেকে স্থানীয়রা কান্না শুনতে পেয়ে কয়েক ঘণ্টা আগে জন্ম নেওয়া এক নব জাতককে উদ্ধার করে পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নবজাতক পুরুষ সন্তানটি সুশ্রী হওয়ায় তার নাম রাখা হয় মহারাজ। বর্তমানে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে সেবা শুশ্রæসা করা হচ্ছে। এরই মধ্যে ওই শিশুটিকে পাওয়ার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক, স্কুল শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ ২৯ জন মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আবেদন জানিয়েছেন। সকাল ১১টায় এনিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে পাঁচ সদস্য বিশিষ্ঠ শিশু কল্যাণ বোর্ড গঠণ করা হয়। বোর্ডের সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, সদস্য সচীব উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মূকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন। এ বিষয়ে গতকাল বুধবার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন ২৯ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে। সেটা আদালতে পাঠানো হবে। আদালতের আদেশ মোতাবেক সেটা বাস্তবায়ন করা হবে।
দত্তক নেওয়ার জন্য যে সমস্ত শর্ত নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো,(১) দত্তক গ্রহীতাকে ওই শিশুর নামে ৩০ লক্ষ টাকা এফডিআর করতে হবে। (২) পৌরসভার বাইরে হলে কৃষি জমি ৫০ শতক ও পৌরসভার মধ্যে হলে ১০ শতক জমি তার নামে লিখে দিতে হবে।(৩) কমপক্ষ্যে অনার্স পর্যন্ত পড়াশুনা করাতে হবে। (৪) তার সকল ধরণের চিকিৎসা সেবা দিতে হবে। (৫) তার সকল অধিকার নিশিবচত করতে হবে। (৬) যে দত্তক নেবে সে তার জীবনে আর কাউকে দত্তক নিতে পারবে না। (৭) স্বামী ও স্ত্রী উভয় মিলে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। (৮) সর্বোপরি শিশু কল্যাণ বোর্ড যে কোন সময় শর্ত আরোপ করতে পারবে।
তালায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু চলবে অক্টোবর সতের পর্যন্ত
বিশেষ প্রতিবেদক,তালা: ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শিশুমৃত্যুর ঝুঁকি কমায় শিশুর রোগমুক্ত সুস্থ্য জীবন গড়তে ভিটামিন এ প্লাস ক্যাপসুল নিকটস্থ ক্যাম্পেইন এ দ্রæত খাওয়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সাতক্ষীরা জেলার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাজীব সরদার জানান, জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কর্তৃক জনস্বার্থে দেশের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে শিশুদের ভবিষ্যৎ জীবন সুন্দর সুস্থ্য রাখার জন্য জনকল্যানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে শতভাগ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তালা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী বিউটি মন্ডল জানান, ছয় মাস থেকে এগার মাস বয়েসের শিশুকে একটি নিল রং য়ের ক্যাপসুল ওবার থেকে উনষাঠ মাস বয়সী শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এ প্রতিবেদক কে তিনি আরও জানান, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হলে রাতকানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিপায়। শিশুদের ডায়রিয়া ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় শিশুমৃত্যুর খুকি কমায় অপুষ্টি হাম অধ্যন্ধ প্রতিরোধ করে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষে তালা সদরের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি সাংবাদিক এস,এম, নজরুল ইসলাম শিবপুর ক্যাম্পেইন এ মুহাম্মদ ঈমাম হাসান,ও মুহাম্মাদ ঈমাম হুসাঈন কে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিরপুর ক্যাম্পেইন এ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছেন। তিনি জনকল্যানে সকল শিশু কে সরকারী এ স্বাস্থ্য সেবা গ্রহনের সকল কে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।
কালিগঞ্জে গাছের উদ্ধার হওয়া নবজাতককে দত্তক দিতে শিশু কল্যাণ বোর্ড গঠণ
পূর্ববর্তী পোস্ট