হাবিবুল্লাহ বাহার, কালিগঞ্জ: কালিগঞ্জে মাদক বিরোধী অভিযানে আড়াইশো গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার সময় উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে গাঁজা সহ মাদক কারবারিদের আটক করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচাকেনা হচ্ছে। এসময় কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক জুয়েল ও সঙ্গীয় পুলিশ ফোর্স গোবিন্দপুর গ্রামের ৩ মাদক কারবারিকে আড়াইশো গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত হলেন, উপজেলার জহুর আলীর ছেলে জাহাঙ্গীর (২৪), এবং শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে জাহান গাজী (২২) একই উপজেলার বংশীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আজমীর হোসেন (২৪) । এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন সাতনদীকে জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।