হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জ:- ইন্ডিয়া থেকে ৫২ পলি গলদার রেনুর পোনা অবৈধ্য পথে নিয়ে আসার সময় ৩ চোরাকারবারীসহ ১টি প্রাইভেটকার আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। রবিবার (১৬-মে) ভোর ৪টার দিকে কালিগঞ্জ উপজেলার রতনপুর বাজার এলাকা আটক করেন কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক তরুন সরকার। এসময় চোরকারবারীদের ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃত চোরাকারবারীরা, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা গ্রামের জামাল উদ্দীন তরফদারের পুত্র রবিউল ইসলাম তরফদার (৩৫) ও একই গ্রামের মৃত জিয়াদ আলী মিস্ত্রির পুত্র আদর আলী(৪৭) এবং দক্ষিন পারুলিয়া গ্রামের জামাল মোড়লের পুত্র ড্রাইভার মিল্টন (২৮)। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের ৫২ পলি গলদার পোনা ও ১টি প্রাইভেট (ঢাকা মেট্রো-১১-৩৫৬৩) নম্বর জব্দ করে। এরপর রবিবার বেলা ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমান আদালতের ম্যাধমে তিন চোরাকারবারীদের ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি বাজেয়াপ্ত ঘোষনা করেন। পরবর্তীতে নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফার উপস্থিতিতে কাঁকশিয়ালী নদীতে গলদার রেনু পোনা অবমুক্ত করেন।