
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জে রাস্তার ধারে গাছে ঝুলানো অবস্থায় কুড়িয়ে পাওয়া সদ্যজাত শিশুকে দত্তক নিতে এপর্যন্ত শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা উপজেলা প্রশাসনের নিকট আবেদন করেছেন। এযেন সাগরের মুক্তা খোজার গল্পকে হার মানিয়েছে। মানব রূপধারী কোন নর পশুর প্রেমিক প্রেমিকা অথবা পরকীয়ার অবৈধ সম্পর্কের ফসল সদ্যজাত একটি শিশু পুত্র সন্তানকে রবিবার বিকাল সাড়ে ৫টার সময় কাঁকশিয়ালী হতে গোলখালী ওয়াপদা রাস্তার মাঝ পথে শ্মশান ঘাটের পাশে একটি গাছে বাজারের ব্যাগে পলিথিন মুড়িয়ে ঝুলিয়ে রাখে। স্থানীয় পথচারী পঞ্চান্ন বিশ্বাস, আব্দুস সাত্তার, ইসরাইল সহ কয়েক ব্যক্তি গাছে ঝুলানো ব্যাগে একটি সদ্যজাত জীবিত শিশু পুত্র সন্তানকে দেখতে পেয়ে গাছ থেকে নামিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করায়। বিষয়টি কালিগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানতে পেরে ক্লিনিকে এসে খোঁজ খবর নেন। পরে সন্ধ্যা ৭টার সময় সার্জিক্যাল ক্লিনিক হইতে শিশু টিকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঐ সময় হাসপাতালের স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান দেখে বলেন ৩-৪ ঘন্টা আগে শিশুটি জন্ম গ্রহন করেছে এবং তার সার্বিক অবস্থা ভালো। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল কে জানালে তিনি শিশুটিকে দত্তক নেওয়ার আবেদন করতে বলেন। বিষয়টি নিয়ে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তার ফেস বুক আইডিতে বিষয়টি প্রকাশ করেন। বর্তমান সদ্যজাত শিশুটি কালিগঞ্জ হাসপাতালে একটি কেবিনে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এবং নার্সদের তত্বাবধানে সুস্থ্য এবং ভালো আছে। তার সার্বিক চিকিৎসা এবং ব্যবস্থা হাসপাতাল কর্তৃকপক্ষ দিয়ে যাচ্ছে। দত্তক ঘোষনার পর থেকে গতকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দত্তক নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, সরকারী কর্মকর্তা সহ ভিন্নি শ্রেণী পেশার ব্যক্তিদের মধ্যে প্রায় শতাধিক আবেদন পত্র জমা পড়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা বলেন আবেদন যাচাই বাছাই করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সদ্যজাত শিশুটিকে দত্তক দেওয়া হবে। তবে এপর্যন্ত শিশুটি প্রকৃত জন্মদাতা মানব রূপধারী নরপশুদের চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন বিভিন্ন ভাবে বিষয়টি উৎঘাটন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।