কালিগঞ্জ প্রতিবেদক: ‘মাছে ভাতে বাঙালি’ কথাটির যথার্থ ধরে রাখতে ও দেশে মাছের উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলা পুকুরে প্রথম কার্প জাতীয় মাছ অবমুক্ত করার মাধ্যমে শুরু হয় কার্ভ জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ প্রক্রিয়া। ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মৎস্য দপ্তর এর অফিস সহকারি মো. সাবিনুর রহমান প্রমুখ। কালিগঞ্জ উপজেলা পরিষদ ও কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস এর পুকুর সহ উপজেলার ২০টি পয়েন্ট করে পুকুর ও জলাশয়ে ৫২০ কেজি কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।