
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার নিয়মিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক এবং উপজেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও মিডিয়া বিষয়ক সম্পাদক ড. মোঃ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের কার্যালয়ে ৯ সদস্যবিশিষ্ট কমিটির গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ড. মিজানুর রহমান ৭ ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী একই কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম পেয়েছেন ২ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।
নির্বাচন-পরবর্তী সময়ে উপস্থিত ছিলেনমাদ্রাসার সুপার মাওলানা মোঃ আফতাবুজ্জামান
রতনপুর ইউনিয়ন জামায়াতের আমীর ক্বারী মোঃআফতাবুজ্জামান ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মোশাররফ হোসেন,রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক আমির হামজা ও সদস্য সচিব মারুফ হাসান,রতনপুর ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু হাসান মিসবাহ বিশিষ্ট সমাজসেবক ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন সহ আরও অনেক রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী নেতৃবৃন্দ।নবনির্বাচিত সভাপতি ড. মিজানুর রহমান বলেন, মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সক্রিয় ভূমিকা রাখাই হবে আমার অগ্রাধিকার।
তার নেতৃত্বে মাদরাসাটি আরও এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।