আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়ায় কলেজ শিক্ষার্থী জেসমিন সুলতানা (১৯) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নলতা কাঁচা বাজারের ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম এর কন্যা। সোমবার (২৮ আগস্ট) ভোর রাতে নিজ শয়ন ঘরের চালের আড়াই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পিতা জাহাঙ্গীর আলম জানান,"আমার মেয়ে জেসমিন সুলতানা নলতা কলেজে পড়াশোনা করেন, মেয়ের ইয়ার ফাইনাল পরীক্ষা চলমান, গতকাল আইসিটি পরীক্ষা দিয়ে এসে কিছুটা মন খারাপ দেখতে পেয়েছি। রাতে আমি তাকে বোঝায়। রাত ১২টা পর্যন্ত পড়াশোনা করে ছোট দুই ভাই বোনকে নিয়ে। শুয়ে পড়েন তার নিজ ঘরে। ভোরে ফজরের আযান দিলে আমি তাকে নামাজের জন্য ডাক দেই। কোন সাড়া না পেয়ে দরজা খুলে দেখি আমার মেয়ে আড়াই ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। এলাকাবাসী জানান, বেশ কয়েক বছর আগে জেসমিন সুলতানার পিতা মাতা তাকে শ্যামনগরে বিয়ে দেন। অল্প কিছুদিন পরেই তার ডিভোর্স হয়ে যায়। বাড়িতে ফিরে পুনরায় পড়াশোনা চালিয়ে যান। এখন জেসমিন সুলতানার ইন্টারের ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। আজও তার কৃষি পরীক্ষা ছিল। খবর পেয়ে সকাল ১০টায় কালিগঞ্জ থানার এস আই ও একদল পুলিশ এসে মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করেন। কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।