হাফিজুর রহমান: কালিগঞ্জে অবৈধ অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে গভীর রাতে সরকারী কবরস্থানের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ফজলু, হামিদ বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার রাত ২টার সময় কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামে সার্বজনীন কবরস্থানে এঘটনা ঘটে। রাতের আধারে সরকারী জমি দখলের ঘটনা হলেও সদর তারালী ইউনিয়নের ভুমি অফিসের দায়িত্বরত তহশীলদার আব্দুর রাজ্জাক কিছুই জানেন না বলে সাতনদী কে জানান। উক্ত ঘটনায় জাফরপুর গ্রামের সার্বজনীন সরকারী কবরস্থান কমিটির সভাপতি আবু হামজা বাদী হয়ে ভুমি দখলকারী ফজলু কারিকর ও হামিদ কারিকর গং য়ের নামে শনিবার সকালে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানা সূত্রে জানা যায়, উপজেলার জাফরপুর মৌজার ১নং খতিয়ানের বি,এস-৫২২,৪১৮,৫৪৬ দাগে ৬২ শতক জমি বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করে উক্ত সরকারী জায়গায় যুগ যুগ ধরে এলাকার জনসাধারণ ব্যবহার করে আসছে। উক্ত সম্পত্তি নিয়ে জাফরপুর গ্রামের মৃত নবাব আলী কারিকরের পুত্র ফজলু কারিকর (৫৫), হামিদ কারিকর (৪৫) গং রা সরকারী জমি জোর পূর্বক দখলের পায়তারার হাত থেকে বাচতে এলাকাবাসীর পক্ষ থেকে তেঁতুলিয়া গ্রামের মৃত মোহর আলীর পুত্র সার্বজনিন কবরস্থান কমিটির সভাপতি আবু হামজা বাদী হয়ে গত ৪/৬/২০১০ সালে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি পিটিশন মামলা দায়ের করে। পিটিশন মামলা নং ৪২৩/১০ (কালি)। উক্ত মামলায় বিজ্ঞ আদালত গত ২৬/০৫/২০১০ ইং তারিখে কবরস্থানের পক্ষে সংরক্ষন করে রাখার আদেশ দেন। তাছাড়া ভুমি দস্যু ফজলু কারিকর গং রা মুচেলিকা এবং ক্ষমা চেয়ে সে যাত্রায় রেহায় পায়। পরে ফজলু কারিকর গংরা বিজ্ঞ দেওয়ানী কালিগঞ্জ সাব জজ আদালতে বাংলদেশ সরকারের বিরুদ্ধে গত ১৩/১০/২০১০ ইং তারিখে দেওয়ানী ২১৬/১০ (কালি) একটি মামলা দায়ের করে হেরে যায়। পরবর্তীতে উক্ত মামলার বিরুদ্ধে সাতক্ষীরা সিনিয়র জজ আদালতে দেওয়ানী ৭৩/২০২০ মামলা রুজু করে। উক্ত মামলায় ৩০/০৯/২০২০ ইং তারিখে এক তরফা ২ শতক জমির রায় ঘোষনা করে বিজ্ঞ আদালত। উক্ত মামলাকে পুঁজি করে ফজলু হামিদ গংরা শুক্রবার রাত আনুমানিক ২টার সময় ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে অবৈধ অস্ত্রেস্বস্ত্রে সজ্জিত হয়ে সরকারী কবরস্থানের জায়গা ঘেরা বেড়া কেটে বালু, ইট, রড সিমেন্ট নিয়ে জোর পূর্বক দখল করে ঘর নির্মানের কাজ শুরু করে। ঐ সময় গ্রামবাসী বাঁধা দিতে গেলে তাদের কে অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। শনিবার বেলা আনুমানিক ২টার সময় সরে জমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায় ফজলু কারিকর এবং হামিদ কারিকরের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী নির্মান শ্রমিক নিয়ে দখলকৃত কবরস্থানের জায়গায় দ্রুত গতিতে নির্মানের কাজ চালিয়ে যেতে থাকলে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঐ সময় খবর পেয়ে থানার উপ পরিদর্শক অহিদুল ইসলাম ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দখলের বিষয় জিজ্ঞাসা করলে ফজলু হামিদ গংরা সাতনদীকে জানায় তারা সরকারের বিরুদ্ধে আপিল করে দুই শতক জমি পেয়েছে। তবে কোথায় সেই জমি সে বিষয়ে কোন সৎ উত্তর দিতে পারেনি। এ প্রসঙ্গে কালিগঞ্জ তারালী ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার আব্দুর রাজ্জাকের নিকট জিজ্ঞাসা করলে তিনি সাতনদীকে জানান এবিষয়ে কিছু জানেননা বলে জানান। তবে খোজ নিয়ে সেখানে লোক পাঠানোর কথা বললেও রহস্য জনক ভাবে কোন লোক যায়নি। বর্তমান বিষয়ট নিয়ে এলাকায় দখলদার এবং এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিরাজ করছে।