হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বহুল আলোচিত কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের কথিত হোমিও ডাক্তার রেজাউল করিম তার স্ত্রী রিমা আক্তারের বাড়িতে কোহিনুর হোমিও ক্লিনিকের চেম্বারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কথিত চিকিৎসক দম্পতির নিকট হতে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন। বৃহস্পতিবার (১৬-সেপ্টেম্বর) বেলা ১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমান যৌথভাবে অভিযান পরিচালনা করে শংকরপুর গ্রামের কথিত ডাক্তার রেজাউল করিম ও তার স্ত্রী কথিত ডাক্তার রিমা আক্তারের নিকট হতে ভোক্তা অধিকার ২০০৯ এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরটরি বিএমডিসি অনুমতি ব্যতীত পরিচালনা করার অপরাধে এবং চিকিৎসা প্রদানের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এ সময় কোহিনুর হোমিও ক্লিনিকের মালিক কথিত ডাক্তার রেজাউল করিমকে কে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল এবং তার স্ত্রী রিমা আক্তার কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল ঘোষণা ঘোষণা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এই সময় কথিত ডাক্তার দম্পতি ভ্রাম্যমান আদালতের নিকট দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ করিবে না এই মর্মে দেড় লক্ষ টাকা জরিমানা দিয়ে এ যাত্রায় রেহাই পায়। ওই সময় তার বাসা থেকে এনালাইজার মেশিন ভুয়া সার্টিফিকেট বিভিন্ন ঔষধের লেভেল সহ বিপুল পরিমাণ ঔষধ কাগজপত্র জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তৈয়েবুর রহমান বলেন, এ ধরনের অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মানুষ যাতে চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা বা প্রতারিত না হয় সেজন্য সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান। উপজেলার শংকরপুর গ্রামের শামসুদ্দিন তরফদার এর পুত্র কথিত হোমিও ডাক্তার নামধারী রেজাউল করিম তিনবারে এসএসসি পাস করে সাতক্ষীরা ডিবি খান হোমিও স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে নিজেকে বড় মাপের ডাক্তার পরিচয় দিয়ে বাড়িতে কোহিনুর হোমিও ক্লিনিক খুলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার নামে কথিত এনালাইজার মেশিন এর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার নামে মোটা অংকের টাকায় ঔষধ দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিল। তার নিকট হইতে চিকিৎসা নিয়ে অনেকেই মৃত্যুবরণ করেছে। এ বিষয়ে থানা এবং বিভিন্ন দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে টনক নড়ে উপজেলা প্রশাসনের যে কারণে গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কথিত ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে জরিমানা আদায় এবং তার চেম্বার থেকে এনালাইজার মেশিন ভুয়া সার্টিফিকেট ভুয়া লেভেল এবং বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ করে। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত অন্য আরেকটি পৃথক অভিযানে বেলা ২ টার সময় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চৌমুনী বাজারে সেকেন্দার নগর গ্রামের অনুমোদনবিহীন আজিজিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭০০০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল ঘোষণা করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এর নিকট ভুল স্বীকার করে ৭০০০ টাকা জরিমানা দিয়ে রেহাই পায় এ সময় আজিজিয়া ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের মালিক জিএম তারেক আজিজ ৭০০০ টাকা জরিমানা দিয়ে অনুমোদনহীন প্রতিষ্ঠান কাগজপত্র ঠিক করে কাজ করবেন বলে জানান।