
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে শেখ হাসিবিস সাঈদী রাজা নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ নভেম্বর) রাত ১১ টার সময় উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া গ্রামে। সে কুশুলিয়া গ্রামের শেখ বাহাউদ্দিন এর পুত্র এবং কুশুলিয়া কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্র জানায়, অনেকদিন ধরে এসএসসি পরীক্ষার্থী ছেলে শেখ হাসিবিস সাঈদী রাজা বাবার কাছে ফিজার মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল। সে আবদার বাবা-মা প‚রণ না করায় অভিমানে নিজ বাড়ীর শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বেডশীট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি নিয়ে এসএসসি পরীক্ষার্থীর মামা কাজী আসলাম হোসেন থানায় খবর দিলে থানা হতে উপ-পরিদর্শক হাসানুর রহমান রবিবার সকাল ৯ টার সময় ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে আসেন। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ছেলের অকাল মৃত্যুতে বাবা-মা পরিবারের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।