
হাফিজুর রহমান: কালিগঞ্জে পবিত্র জশনে জুলুশ উদ্যাপন কমিটির আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টার সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) আলাইহি ওয়াসাল্লামের ১২ই রবিউল আওয়াল এর শুভ আগমন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বাহির করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মাঠ চত্ত¡রে শেষ হয়। সমাবেশ শেষে উপজেলা মাঠ চত্ত¡রে মাওঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি মাহাবুবুর রহমান, ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর প্রমূখ। বক্তৃতা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলশে অনুষ্ঠানটি শেষ হয়। উক্ত জুলুশে র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহন করে।