হাফিজুর রহমান :- মাদক বেচাকেনার সময় ৪৬ পিছ ইয়াবাসহ মফিজুল ইসলাম ওরফে বকুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মফিজুল ইসলাম ওরফে বকুল সাতক্ষীরার কালীগঞ্জ থানার নলতা ইউনিয়নের মাঘরী গ্রামের হাবিবুর রহমানের পুত্র। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০ টার সময় উপজেলার চালতেবাড়িয়া রাস্তার উপর থেকে। কালীগঞ্জ থানার অফিসার্স
ইনচার্জ গোলাম মোস্তফা সাতনদীকে জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-সহকারী পরিদর্শক জিল্লুর রহমান ও সহকারি পরিদর্শক গোবিন্দ আকর্ষণ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪৬ পিছ ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ফেরি করে বিক্রি করে আসছিল উক্ত ঘটনায় থানার উপ-পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে রবিবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৯। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।