
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জে আসন্ন তৃতীয় ধাপে ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী প্রার্থীরা মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৬৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৫৮ জন সাধারণ সদস্য পদপ্রার্থী এবং ১৩৫ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন ওরফে লাকি, তার কন্যা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রী সাফিয়া পারভিন, স্বতন্ত্র প্রার্থী রওশন আলী কাগুচী, আব্দুর রহমান মোল্লা, মোহাম্মদ নজরুল ইসলাম, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্যামলী অধিকারী, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী জি, এম রবিউল্লাহ বাহার এবং খেলাফত আন্দোলনের শাহজাহান কবির। ২ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন এবং বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। ৩ নং চাম্পাফুল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক গাইন, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মোড়ল এবং আব্দুল হান্নান গাইন। ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ কুমার মন্ডল, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী দিদারুল ইসলাম, জাতীয় পার্টির জুলফিকার আলী সাপুই এবং খেলাফত আন্দোলনের হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। ৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম তাঁর পুত্র শেখ নাজমুল হোসেন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান খাঁন, স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম, আসাফউদ্দৌলা খান এবং খিলাফত আন্দোলনের শেখ তাইজুল ইসলাম। ৬ নং নলতা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এস.এম আসাদুর রহমান সেলিম, আজমীর জামান সাইদুর রহমান, শাহিনুর রহমান, খেলাফত আন্দোলনের শাহাদাত মোল্লা। ৭ নং তারালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান এনামুল হোসেন (ছোট), জামায়াতের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ একে,এম শফিকুজ্জামান, খেলাফত আন্দোলনের মহব্বত গাইন। ৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, স্বতন্ত্র প্রার্থী আফসার আলী গাজী (সাবেক যুবলীগ নেতা), আব্দুল কুদ্দুস ওরফে সাহেব আলী, খেলাফত আন্দোলনের শওকাত আলী বিশ্বাস। ৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী থানা আওয়ামীলীগের সভাপতির পুত্র ফিরোজ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল অহেদ (মারুফ), রমেশ চন্দ্র বিশ্বাস, বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান গায়েন, ওয়াকার্স পার্টির শেখ তারিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, শেখ মোজাফফর হোসেন, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী শেখ নাজমুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী শেখ আকুঞ্জি বাবলুর রহমান এবং খেলাফত আন্দোলনের শাহজাহান সিরাজ খাঁন। ১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, প্রথমে নৌকা পেয়েও বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম, শেখ ফিরোজ আলম এবং বিদ্রোহী প্রার্থী ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার-উস সাদাত ওরফে রাজা। ১১ নং রতনপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম আলী আল রাজী, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার হোসেন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার, স্বতন্ত্র প্রার্থী আশেক মেহেদী, সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির খোরশেদ আলম, ইউপি সদস্য ফেরদৌস মোড়ল, শেখ ওবায়দুর রহমান এবং বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী শেখ আলমগীর হোসেন, এই ৬৬ জন চেয়ারম্যান প্রার্থী গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন।