আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও রহিমা সুলতানা বুশরা। কালিগঞ্জের প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য গত ১৯-১০ ২০২২ তারিখে যোগদান করেছিলেন রহিমা সুলতানা বুশরা। তিনি দায়িত্ব গ্রহণের পর হতে সততা দক্ষতা ও নিষ্ঠার সাথে কালিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সাথে সম্পৃক্ত থেকে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। রহিমা সুলতানা বুশরার সততা কালিগঞ্জের মানুষের মনের মনিকোঠায় চির অম্লান হয়ে থাকবে। সোমবার তার শেষ কর্ম দিবসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়েছে। সকাল ১০ টায় নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিমের নেতৃত্বে বিদায়ী সম্মাননা প্রদান করেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, এরপর কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা আহমেদ তাথৈ এর নেতৃত্বে গার্লস ইন স্কাউট, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক (ছোট), চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিকের নেতৃত্বে কালিগঞ্জ লেডিস ক্লাব, কালিগঞ্জ শিল্পকলা একাডেমী, কাঠুনিয়া রাজবাড়ী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন ১২টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তানগণ, স্কুল কলেজের শিক্ষক মন্ডলী ও সুধীজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা) বদলিজনিত কারণে মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) বাগেরহাট জেলার রামপাল উপজেলায় যোগদান করবেন।