আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান স্বপদে ফিরে জনকল্যাণমুখী কাজ আবারও শুরু করেছেন। প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে ইউনিয়ন পরিষদসহ ইউনিয়নের হাটে বাজারে ও ওয়ার্ডে ওয়ার্ড। উচ্চ আদালতের আদেশে সাময়িক বরখাস্ত মুক্ত হলেন জনপ্রিয় এই চেয়ারম্যান। রবিবার (১ অক্টোবর) সকল থেকেই পরিষদের সকল কাজে সময় পার করেণ। তার আগমনে নিজ পরিষদ, নলতা বাজার কমিটি, করিম মার্কেটের ব্যবসায়ীগনসহ ওয়ার্ডে ওয়ার্ডে মিষ্টি খাওয়ানোর উৎসব শুরু হয়। তার বিরুদ্ধে সম্পুর্ন ষড়যন্ত্র মূলক ভাবে একটি মামলা দায়ের হওয়ায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। এসময়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনে সাময়িক বহিষ্কার করে সাতক্ষীরা জেলা প্রশাসন বরাবর পত্র পাঠায়। ২৭ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় প্রজ্ঞাপন জারি করে তার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মো. আজিজুর রহমানের বিরুদ্ধে সন্দেহাতীত ভাবে এসটিসি ২৪, ২০১৯ এর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ২৫ ডি ধারায় মামলায় আটক করে। এ মামলায় তিনি জামিন পেয়ে উচ্চ আদালতের আদেশে সাময়িক বরখাস্ত হওয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে। অদ্য হতে ইউনিয়ন পরিষদের সকল কার্যাদী নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন মর্মে উচ্চ আদালতের আদেশে বলা হয়েছে। আজিজুর রহমান পরপর দুইবার বিপুল ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনকল্যাণে বিশেষ ভূমিকা রাখায় কতিপয় স্বার্থান্বেষী ব্যাক্তি হীন স্বার্থ চরিতার্থ করতে মিথ্যা মামলা ও নানান অপ প্রচারে লিপ্ত আছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান।