কালিগঞ্জ ব্যুরো: ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পড়ে যাওয়া এক মোটর সাইকেল আরোহীর বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়ক নলতা চৌমুহনী নামক স্থানে। নিহতের নাম উত্তম কুমার ঘোষ (৩৫)। সে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বহ্মশাসন এলাকার পঞ্চানন ঘোষের পুত্র। নিহতের চাচাতো ভাই জয়লাল ঘোষ জানান, উত্তম মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার সময় কালিগঞ্জের নলতা চৌমুহনী আসলে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে এতে সে উল্টে রাস্তার উপর পড়ে গেলে সাতক্ষীরা গামে সাতক্ষীরা জ-১১ - ০০০৫০ ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় কালিগঞ্জ থানার তদন্ত মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, দ্রæত উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।