
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: মিথ্যা অপবাদ দিয়ে রাঁজাকার বানানো ও ভুল তথ্য দিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনে প্রয়াত চেয়ারম্যান খোরশেদ আলমকে রাঁজাকার বলায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী গাজী শওকত হোসেনের মানববন্ধন কর্মস‚চি পালিত হয়েছে। উক্ত মানববন্ধন কর্মস‚চিতে ধলবাড়িয়া ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী সজল মুখার্জিকে অবাঞ্চিত ঘোষণা করেছে ইউনিয়নবাসি। রবিবার (৭ নভেম্বর) বেলা ৪ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধল বাড়িয়া ইউনিয়নবাসীর আয়োজনে গোবিন্দপুর পল্লীমঙ্গল স্মৃতি সংঘের সামনে বাজারের রাস্তার উপর এ মানববন্ধন কর্মস‚চী অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মস‚চিতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গাফফার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ গাজী শওকত হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গাফফার, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি চÐীচরণ মন্ডল, সাবেক সাধারন সম্পাদক নরেন্দ্র কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী প্রম‚খ। উক্ত মানববন্ধন কর্মস‚চিতে হাজার লোকের উপস্থিতিতে বক্তারা বলেন, অত্র ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান গাজী শওকত হোসেনকে মিথ্যা অপবাদ দিয়ে তার বাবাকে রাজাকার বিতর্কে তার নিকট থেকে নৌকা প্রতীক ছিনিয়ে নেয় প্রকৃতপক্ষে গাজী শওকত হোসেনের বাবা প্রয়াত চেয়ারম্যান খোরশেদ আলম কখনও রাজাকার ছিল না। ভুলবশত তার নাম পিস কমিটিতে অন্তর্ভুক্ত থাকলেও ট্রাইব্যুনালের তদন্ত মিথ্যা প্রমাণিত হয় আগামী ২৮ নভেম্বর নির্বাচনে ইউনিয়ন বাসী সজল মুখার্জিকে অবাঞ্চিত করে ব্যালটের মাধ্যমে গাজী শওকত হোসেনের বিজয় নিশ্চিত করবে।