
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগসট) বেলা ৪ টায় সেকেন্দার নগর চৌমুহনী বাজার এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জ্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা দেশি বিদেশি অপশক্তির চক্রান্তে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার মাধ্যমে এ দেশের উন্নয়ন থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তাদের সেই মিশন সফল হয়নি। জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে বাংলাদেশ পথ হারায়নি। শেখ হাসিনার নেত্বত্বে আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে সেই ধরাবাহিকতা ভুলন্ঠিত করতে ১৩/১৪ সালের মতো অপশক্তিরা আবারো অগ্নিসন্ত্রাস ও জ্বালাও পোড়াও শুরু করেছে। শ্যামনগগর ও কালিগঞ্জের আপামর জনসাধারণকে নিয়ে আমরা সেই অপশক্তিকে রুখে দেব ইনশাআল্লাহ। ধলাবড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, যুগ্ম সম্পাদক ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাৌস শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির. দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন প্রমুখ। এ সময় কালিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শ্যামলী অধিকারী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠসিক সম্পাদক এস এম গোলাম ফারুকসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।