রুবেল হোসেন: কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের ময়জুদ্দি মোল্লার পুত্র দিনমজুর ফজর আলী মোল্লা। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তার স্বল্প আয়ে কোন রকমে সংসার চলে। দিন আনা দিন খাওয়া ফজর আলী মোল্লার ছিল না বসবাসের উপর্যুক্ত কোন ঘর। জেলা প্রশাসনের সহযোগীতায় গৃহহীন দিনমুজুর ফজর আলী মোল্লা পাচ্ছেন বসতঘর।
তিনি পেশায় একজন দিনমজুর। বসবাস করতেন জীর্ণ কুটিরে। রোদ, বৃষ্টি, ঝড়ে সীমাহীন কষ্ট পেতে হত তাকে। একটি নতুন ঘর পাওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি। তার আবেদনে সাড়া দিয়ে জেলা প্রশাসনের অর্থায়নে তাকে একটি নতুন পাকা ঘর তৈরী করে দেওয়া হয়েছে। দুঃখের অবসান হওয়ায় হতদরিদ্র্য ফজর আলী আনন্দে আত্মহারা হয়ে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবির জানান, কালীগঞ্জের এক দিনমজুর বসতঘরের জন্য আবেদন করে। আমরা তার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি তিনি জীর্ণ কুটিরে বাস করেন। বিষয়টি বিবেচনায় এনে জেলা প্রশাসনের অর্থায়নে তাকে একটি পাঁকা ঘর নির্মান করে দেওয়া হয়েছে।