
সচ্চিদানন্দদেসদয়: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে নদী খননে বাঁধা ও বেকো মেশিন ভাংচুরসহ চালক-হেলপারকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকালে চাম্পাফুল ইউনিয়নের কাকশিয়ালি নদী খনন কাজের সময়। সরজমিনে গিয়ে জানাযায়, নদীটি সরকারি ভাবে খনন করা হচ্ছে। ঘটনার দিন খনন কাজ করার সময় সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় মনিরুল ও রুলামিনের বসত ঘর থাকায় নদী খননের স্বার্থে ঘর ভাঙ্গা হয়। তারা উত্তপ্ত হয়ে মেশিন ভাংচুরসহ চালক ও হেলপারকে মারধর করে। এ নিয়ে কালিগঞ্জ থানায় অভিযোগ দেওয়ায় এসআই চিন্ময় ঘটনাস্থলে এসে রুহুল আমিনকে গ্রেফতার করে এবং মনিরুল পালিয়ে যায়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।