মোঃ আবু বক্কর সিদ্দিক, কৃষ্ণনগর ( কালিগঞ্জ) প্রতিনিধিঃ ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামানের আওলাদের শুভ আগমন উপলক্ষে কালিগঞ্জের কৃষ্ণনগরের উত্তর রঘুনাথপুর মাদারতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার এবং শুক্রবার বাদ আসর হইতে মধ্যরাত্রি ব্যাপি তালিমে জিকির ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে । উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী । বিশেষ অতিথি হিসেবে প্রথম দিন আলোচনা পেশ করবেন চব্বিশ পরগনা বসিরহাট ভারত থেকে আগত আলহাজ্ব মাওঃ আব্দুর রহমান ও মাওঃ নিজামুর রহমান । ২০ ডিসেম্বর শুক্রবার আলোচনা পেশ করবেন মোজাদ্দেদে জামান সিদ্দিকী ফুরফুরা বি রহঃ এর দৌহিত্র এর সাহেবজাদা আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহঃ এর জামাতা আলহাজ্ব হযরত মাওঃ শাহ সুফি আল্লামা মুফতি মোহাম্মদ আজমতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী পীর সাহেব কেবলা ফুরফুরা দরবার শরীফ ভারত । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দাদা হুজুর পীর কেবলা রহঃ এর অন্যতম খলিফা আল্লামা সৈয়দ শাহ হুজুর কেবলার পৌএ আওলাদে রাসুল (সঃ) আল্লামা মাওঃ সৈয়দ আমিমুল হোসাইন ফুরফুরা দরবার শরীফ ভারত । এছাড়া স্থানীয় আরো অনেক ওলামায়ে কেরাম ওয়াজ করিবেন । উক্ত মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করার জন্য মাদারতলা আদর্শ সুন্নী যুব সমাজ অনুরোধ জানিয়েছেন।