কৃষ্ণনগর (কালিগঞ্জ) সংবাদদাতা: কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের ঘুর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ৩৫০ টি দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে। আজ (১৪ ই নভেম্বর) বৃহস্পতিবার বেলা ২ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে চাউল বিতরন করেন ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার নাসিম সায়াদাত, কেন্দ্রীয় মহিলা জাতীয় পার্টির সদস্য সমাজ সেবিকা সাফিয়া পারভীন, ইউপি সচিব রাজ বিহারী রাজু , ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য আফসার আলী, ইউপি সদস্য সফিকুল ইসলাম, ইউপি সদস্য মমতাজুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী,ইউপি সদস্য বাবু তপন কুমার রায়, পোস্ট মাস্টার গোবিন্দ চন্দ্র, জুয়েল, মিয়ারাজ প্রমুখ। কালিগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান জানান, উপজেলায় ঘুর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে ত্রান সহায়তার জি আর চাউল উপজেলার ১২ টি ইউনিয়নেই ইতেমধ্য বিতরন চলছে।