নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্ল্যাহ’র মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যার পর তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে মোটরসাইকেল শোভাযাত্রা করে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ ও গণসংযোগ করেন। এসময় নেতা কর্মীরা বলেন, কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্ল্যাহ আওয়ামী পরিবারের সন্তান। তাদের বাড়িকে কালিগঞ্জের আওয়ামী লীগের রাজনীতির আতুরঘর বলা হয়। তার প্রয়াত পিতা আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান বঙ্গবন্ধুর স্নেহধন্য। তিনি ১৯৮৫ সাল থেকে ২০১৯ সালের ১৩ জানুয়ারী মৃত্যুর আগ-পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারও ছিলেন। তার বড় ভাই শেখ মেহেদী হাসান সুমন আওয়ামী লীগ মনোনিত কুশুলিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। কাশেম সৎ, যোগ্য ও মেধাবী। তিনি দলীয় মনোনয়ন পেলে দল-মত নির্বিশেষে সকলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেছেন তৃর্ণমূলের নেতা কর্মীরা।