হাফিজুর রহমান /হাবিবুল্লাহ বাহার: স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’তে দলীয় প্রার্থী যাচাই-বাছাই এর লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাজী নাজমুছ ছাকেব লালনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহারে হোসেন কান্টু, প্রয়াত রীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, জিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা মাষ্টার শফিকুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের ৯ টি ওয়ার্ডের সভাপতি- সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সভার দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের কুশুলিয়া ইউপি’তে দলীয় প্রার্থী যাচাই- বাছাইয়ের লক্ষ্যে ভোট গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ভোটে প্রতিদ্ব›দ্বীতা করেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাহফিল আরা সজল, জেলা আওয়ামী লীগের সদস্য এড. শেখ মোজাহার হোসেন কান্টু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম সিরাজুল ইসলাম।
৬৫ জন কাউন্সিলরের মধ্যে ৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া কাজী কাহফিল অরা সজল- ১৫, মোজাহার হোসেন কান্টু-১, নুরুজ্জামান জামু-১ আর সিরাজুল ইসলাম- ০ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা মাষ্টার শফিকুল ইসলাম প্রমুখ। এসময় ইউনিয়নের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত সভার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও থানা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মোজাহার হোসেন বলেন গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন ও ভোটাভোটি হয়নি মনগড়া ভোট বাতিলের দাবি জানান।