
হাবিবুল্লাহ বাহারঃ- কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান কেএম মোর্শারফ হোসেন হত্যা মামলার আসামি বাহার আলী তরফদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সকালে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের জব্বার তরফদারের ছেলে বাহার আলী তরফদার
হত্যা, অস্ত্র,, মাদকসহ একাধিক মামলার আসামি। রবিবার সকালে উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, সিহাবুল ইসলাম ও মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আসামি বাহার আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। ওই সময়ে আসামিকে আটক করা হয়। বেলা ১ টার দিকে আসামি বাহার আলীকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।