বিনোদন ডেস্ক:
সম্প্রতি টুইটারে ‘আস্ক কঙ্গনা’ সেশনে অংশ নিয়েছিলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউত। সেখানেই এক অনুরাগী তাকে প্রশ্ন করেন, ‘আপনি কি কার্তিক আরিয়ানকে পছন্দ করেন?’
এর জবাবে কঙ্গনা লিখেছিলেন, ‘কার্তিক নিজেকে নিজে তৈরি করেছেন এবং নিজের পথ অনুসরণ করে, সে কোনো গ্রুপের অংশ নন। সে দুর্দান্ত।’
বলিউডে বহু তারকাই রয়েছেন যারা কঙ্গনার নিশানায়। তবে কঙ্গনা কারোরই যে প্রশংসা করেন না, তেমনটাও নয়। সম্প্রতি ঝগড়া-বিবাদ ভুলে বহু তারকারই প্রশংসার পঞ্চমুখ হতে দেখা যাচ্ছে কঙ্গনাকে। যাদের মধ্যে অন্যতম কার্তিক আরিয়ান।
এদিকে কঙ্গনার প্রশংসার পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছেন কার্তিক। এ নিয়ে ভারতীয় হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ে এক ইভেন্টের রেড কার্পেটে অভিনেতা বলেন, ‘আমার প্রশংসা করার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমিও কঙ্গনার কাজের ভক্ত। তাই তার মতো কারোর কাছ থেকে প্রশংসা পেলে আমারও ভালো লাগবে। তাকে ধন্যবাদ জানাতে চাই।’