আব্দুর রহমান: কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, সাইদুল হোসেন বাবু, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল মালেক, আব্দুল হক, রুস্তম আলী, মাধবী রাণী মণ্ডল, ক্রীড়া শিক্ষক আবু সাঈদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সমন্বয়ে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।