নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্যোগে গ্রীন কনস্ট্রাকশন মডেল বাড়ির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে কামালনগর মধ্যপাড়ায় ব্র্যাক ইউডিপি’র ফিল্ড কো অর্ডিনেটর মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এ গ্রীন কনস্ট্রাকশন বাড়ির উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু। ৪ লক্ষ ৬৯ হাজার ৭২৩ টাকা ব্যয়ে কামালনগর মধ্যপাড়ার কৃষক মো. আফসার আলী সরদারকে এ ঘরটি প্রদান করা হয়। দুযোর্গ সহনশীল বাড়িটিতে পরিবেশ বান্ধন উপকরণ যেমন সিমেন্টের ইট, সিমেন্ট শিট এবং স্থানীয় মালামাল ব্যবহার করা হয়েছে। প্রকৃতি এবং পরিবেশের ক্ষতি না করেও যে নির্মাণ কাজ করা যায় এই বাড়িটি তার উৎকৃষ্ট উধাহরণ। বাড়িটিতে রেইন ওয়াটার হার্ভেস্টিং এবং সোলার এনার্জীর ব্যবস্থা রাখা হয়েছে। পোড়ানো ইটের ব্যবহারের ফলে কার্বন নি:করণ ও গাছপালা ধ্বংস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ নির্মাণ কাজে ক্ষতিকর উপাদানের ব্যবহার কমাতে উৎসাহিত করবে। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউডিপি’র আঞ্চলিক সমন্বয়কারী ওয়াসিম আকরাম, ইঞ্জি. মো. জাকির হোসেন, জুনিয়র ইঞ্জি. মো. মোছাদ্দেকুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান, অসীম ঘোষ, সবুজ কুমার দাস, আকাশ মণ্ডলসহ ব্র্যাক সিডিও ও ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ।
কামালনগরে গ্রীন কনস্ট্রাকশন মডেল বাড়ির উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট