প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
কাদাকাটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকারকে তার বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্যের মধ্যে ১০ জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় আবেদন প্রাপ্তির পর তদন্তের জন্য উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুস সালামকে দায়িত্ব অর্পন করেন। ডাঃ আব্দুস সালাম ১৬ সেপ্টেম্বর -----৩২৫ নং স্মারকে চেয়ারম্যান দীপংকর কুমার সরকারকে কারণ দর্শানোর নোটিশ করেছেন। নোটিশে অর্থের বিনিময়ে মিথ্যা ওয়ারিশ সনদ পত্র প্রদান, ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪টি উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়ম, জালায়ের খাল খননে অনিয়ম, ১% এর বরাদ্ধকৃত অর্থের হিসাবে গরমিল, বিগত সময়ে বরাদ্ধকৃত টিআর এর অর্থের হিসাবে গরমিল, ১ জন ব্যতিত কোন ইউপি সদস্যকে কাবিখা/কাবিটা বরাদ্ধ না দেওয়া, এডিপি থেকে বরাদ্ধ প্রাপ্ত অর্থ খরচে অনিয়ম, ট্রেড লাইসেন্স ফি বাবদ আদায়কৃত অর্থের কোনো হিসাব না দেওয়া, ট্যাক্স এর টাা আত্মসাৎ ও জালায়ের খালে নেটপাটা ব্যবহার করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগসমূহ আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব কেন পাশ করা হবে না আগামী ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্ত, আইনগত ব্যবস্থা ও অনাস্থার প্রস্তাবে ইতিমধ্যে একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে। অনাস্থা প্রস্তাব এনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে।
দায়িত্ব প্রাপ্ত ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুস সালাম জানান, ইউএনও স্যারের চিঠি পেয়ে অভিযুক্ত চেয়ারম্যান দিপংকর কুমার বাছাড়কে কারণ দর্শানোর নোটিশ করেছি। আগামী ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.