আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কাদাকাটিতে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার কাদাকাটি ইউনিয়ন ভ‚মি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
দরগাহপুর ইউনিয়নের ঝাউবুনিয়া গ্রামের উজ্জল কুমারের ছেলে ৩ বছর বয়সী দিপা কাদাকাটি হিন্দুপাড়ায় নানা বাড়ি থেকে মায়ের সাথে হাজীরহাটে যাচ্ছিল। কুল্যা দরগাহপুর (বাঁকা) সড়কের কাদাকাটি ইউনিয়ন ভ‚মি অফিসের সামনে পৌছলে শিশুটি তার মায়ের হাত থেকে ছাড়িয়ে রাস্তার উপর গিয়ে ওঠে। এসময় মালামাল বোঝাই একটি মোটর সাইকেল ঘটনাস্থলে পৌছে বাচ্চাটিকে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে। এতে শিশুটির মাথায় রক্তাক্ত জখম হয়। শিশুর মা ও মোটর সাইকেল চালক সাতক্ষীরা শহরের শাহীন আলম প্রিন্স দ্রæত ছেলেটিকে নিয়ে বুধহাটার একটি ক্লিনিকে ভর্তির ব্যবস্থা করেন।