আশাশুনি সংবাদদাতা : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড কাদাকাটি গ্রামে দীর্ঘ দেড় মাস পানিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি সংস্থা আরিজ ফাউন্ডেশন এর উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, ডিবিসি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেন, আরিজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মেঘদাত হোসেন রানা, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আশাশুনি উপজেলা সভাপতি রফিক আহমেদ, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমূখ উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু পেঁয়াজ, তেল ও ঔষধ সমগ্রী বিতরণ করা হয়।