আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মফিজুল হক মোড়লের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পূর্ব কাদাকাটি বাজারে এ অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা করা হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল হক মোড়ল নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অনেক আগে থেকেই মতবিনিময়, উঠান বৈঠক, পথ সভা ও গণসংযোগ করে আসছেন। পূর্ব কাদাকাটি বাজারে নির্বাচন পরিচালনার লক্ষ্যে অফিস উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক শংকর কুমার গাইন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রার্থী সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল। আবদুস সুবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, প্রনয় সরকার, তুষার কান্তি মন্ডল, রফিকুল ইসলাম প্রমুখ।