
আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে বাংলাদেশ কৃষক দল কাদাকাটি ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক নির্দেশনা বাস্তবায়নে আশাশুনি উপজেলা কৃষক দল বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন করেছে। এরই অংশ হিসাবে কাদাকাটি স্কুলে বৃক্ষ রোপন উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসেন। কাদাকাটি ইউনিয়ন কৃষক দল সভাপতি আব্দুল হান্নান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে দরগাহপুর ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, কাদাকাটি ইউনিয়ন সাবেক সভাপতি আঃ হাকিম বেগ, সিনি: যুগ্ম আহবায়ক শামছুর রহমান মোড়ল, প্রধান শিক্ষক বিপ্লব কুমার রায়, সহকারী শিক্ষক রুমা রায়, সহকারী শিক্ষক কুমারেশ রায়, নাজমুল হোসেন, আহলে হাদীছ জামে মসজিদের ঈমাম আনোয়ার হোসেন, ইউনিয়ন যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, রবীন, একরামুল মোড়ল, কামরুল ইসলাম প্রমুখ উপন্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃক্ষ রোপন উদ্বোধন ও বৃক্ষ বিতরণ করা হয়।