
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কায়ছারুজ্জামান হিমেলের নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া, থানাঘাটা, নারকেলতলা, কর্মকরপাড়া, চৌধুরীপাড়াসহ বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও স্ক্রু ড্রাইভার প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় কায়ছারুজ্জামান হিমেল সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মো. আজহার হোসেন, আশরাফুজ্জামান আশু, আনোয়ার জাহিদ তপন, সৈয়দ এমামুল মুসলেমিন দাদু, সুধাংশু শেখর, ইদ্রিস বাবু, মীর তাজুল ইসলাম রিপন, আব্দুর গফ্ফারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।