নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ শফিক উদ দৌলা সাগর’র উটপাখি প্রতিকের সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি পথচারী ও এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পৌর কাউন্সিলর প্রার্থী শেখ শফিক উদ দৌলা সাগর ৯নং ওয়ার্ডের রসুলপুর কারিগর পাড়া ও পলাশপোল জামাই পাড়াসহ বিভিন্ন এলাকায় সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে উটপাখি প্রতিকের লিফলেট বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন অজিয়ার সরদার, জাহাঙ্গীর হোসেন, মোবারক হোসেন, ইউনুছ সরদার, মনোরঞ্জন রায়, আনন্দ কুমার দে ও মাস্টার সম্ভু কুমার দে’ সহ তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।