
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. জিল্লুর রহমান বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন। সোমবার দিনব্যাপি রসুলপুর ও পলাশপোল বৌ বাজার এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও টেবিল ল্যাম্প প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার অবহেলিত ৯নং ওয়ার্ডের উন্নয়ন এবং সাধারণ মানুষের ভাগ্যউন্নয়নে আমি আপনাদের সেবা করতে চাই। তাই একবার আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে কাঙ্খিত সেবা করার সুযোগ দিন। এসময় তিনি ভোটারদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।’